Download Bangla font

শিরোনাম

হযরত মোহাম্মদ(সা.)এর রওজা মোবারক জিয়ারত করলেন খালেদা জিয়া

মদিনা:পবিত্র নগরী মদিনায় মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করলেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে তিনি মসজিদে নববীতে তারাবির নামাজ আদায় করেন। এ সময় বাংলাদেশসহ পৃথিবীর সব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন তিনি।  

রবিবার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ইফতার পার্টিতেও যোগ দেন বেগম খালেদা জিয়া।

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের জন্য শনিবার ভোরে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছেন তিনি। স্ত্রী ও দুই ছেলেসহ ছোট ভাই শামীম এস্কান্দার, দলের সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী, একান্ত সচিব সালেহ আহমেদ ও আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ বিরোধীদলীয় নেতার সঙ্গে রয়েছেন।

মদিনায় থাকাকালে রাজকীয় দারুল আমান প্রাসাদে ৩ দিন অবস্থান করবেন বেগম জিয়া। সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরাহ পালন করছেন তিনি।

১০ দিনের এ সফরে বেগম খালেদা জিয়া সৌদি বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের সঙ্গেও ইফতার পার্টিতে যোগ দেয়ার কথা রয়েছে।

Share
Developed by Aaj IT